সালমান রুশদিকে হত্যা চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত হাদি মাতারকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ মে) চৌতাউকুয়া কাউন্টি আদালত ২৭ বছর বয়সী মাতারের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করে।
সাজা ঘোষণার আগে আদালতে দেওয়া এক বিবৃতিতে মাতার বলেন, ‘সালমান রুশদি অন্যদের অসম্মান করতে চান। তিনি একজন নিপীড়ক, তিনি অন্যদের হয়রানি করতে চান। আমি তা মেনে নিতে পারি না।’
২০২২ সালে নিউইয়র্কের একটি সাহিত্য উৎসবে বক্তৃতা দেওয়ার সময় সালমান রুশদির ওপর হামলা করেছিলেন লেবানিজ বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক। সে সময় তিনি মঞ্চে উপস্থিত রালফ হেনরি রিস নামের আরেকজন ব্যক্তিকে আহত করেছিলেন। এজন্য মাতারকে আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফলে তাকে মোট ৩২ বছর জেলে থাকতে হবে।
চৌতাউকুয়া কাউন্টির জেলা অ্যাটর্নি জেসন শ্মিট জানিয়েছেন, মাতারের দুটি সাজা একই সঙ্গে কার্যকর হবে কারণ উভয় ভুক্তভোগী একই অনুষ্ঠানে আহত হয়েছিলেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১২ আগস্ট নিউইয়র্কের চৌতাউকুয়া ইনস্টিটিউট আয়োজিত একটি অনুষ্ঠানে ছুরিকাঘাতে আহত হন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি। এর ফলে একটি চোখের দৃষ্টিশক্তি এবং একটি হাতের কর্মক্ষমতা হারান তিনি।
রুশদি ১৯৮১ সালে ‘মিডনাইটস চিলড্রেন’ উপন্যাসের জন্য বুকার প্রাইজ জিতেছিলেন। ১৯৮৮ সালে ‘দ্য স্যাটানিক ভার্সেস’ নামের বিতর্কিত একটি বই লিখে মুসলিম বিশ্বে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ১৯৮৯ সালে ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এই উপন্যাসের জন্য রুশদিকে হত্যার ফতোয়া দেন। এরপর দীর্ঘ সময় তিনি পুলিশি সুরক্ষায় ছিলেন।
সূত্র: দ্য গার্ডিয়ান