গতবারের নিউজলেটার বিভিন্ন সার্চ ইঞ্জিনের উপর ছিল। এবারে আলোচনা করবো বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং ইন্ট্যারেস্টিং ওয়েবসাইট নিয়ে।
১) www.whatdoestheinternetthink.net
যেকোন বিষয়ে যদি বিষয়টি যথেষ্ট ইন্টারনেটে আলোচিত-চর্চিত হয়ে থাকে তাহলে তার উপর নেটিজনদের দৃষ্টিভঙ্গি এই ওয়েবসাইটে পাবেন। সাথে আছে তুলনা করার অপশন। যেমন ঐ সার্চ বারে ফেসবুক ও টুইটার দিয়ে তুলনামূলকভাবে কোন মাধ্যম বেশি জনপ্রিয় তা জানতে পারবেন। পরিসংখ্যান দেখার একটা অপশন আছে।
২) www.wolframalpha.com
এই সমাধান বারে অঙ্কের মাধ্যমে জীবনের বিভিন্ন দিকের, জ্ঞান-বিজ্ঞানের গানিতিক সমাধান পাবেন। সলিউশন বারে আপনি ম্যাথ ইনপুট দিতে পারবেন, এক্সটেন্ডেড কী-বোর্ড ব্যবহার করতে পারবেন। শুনতে হয়তো একটু জটিল লাগতে পারে কিন্তু চমৎকার এ ওয়েবসাইট কাজে লাগানো সহজ।
৩) http://Magiceraser.io
এআই দিয়ে ছবি থেকে যেকোন কিছু ইরেজ মানে বেমালুম গায়েব করে দিতে পারবেন এই ওয়েবসাইট ব্যবহার করে।
৪) https://letsenhance.io/
ছবি এনহান্স করার সাইট। কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করে।
৫) books.google.com/talktobooks
ঠিকানা দেখেই বুঝতে পারছেন এটা গুগলের প্রকল্প। বিভিন্ন বই আছে। বইকে প্রশ্ন করুন, বই উত্তর দিবে।
৬) namelix.com
এআই ব্যবহার করে বিভিন্ন রকমের ব্যবসার নাম এবং আইডিয়া পাবেন এখানে। আপনি কোন স্টার্টাপ শুরু করতে চাইলে এখান থেকে নামের ব্যাপারে ধারণা পেতে পারেন।
৭) www.domainprinter.com
ওয়েবসাইট শুরু করতে আগ্রহীরা এখান থেকে ডোমেইনের নাম সম্পর্কিত ধারণা পাবেন।
৮) www.typelit.io
আপনার পছন্দের ইংরেজি বই পড়তে পড়তে টাইপ প্র্যাক্টিশ করতে পারেন। আমার পছন্দের একটি সাইট। বই পড়া, সেই বই টাইপ করে করে পড়া, লিখা এবং একাউন্ট ওপেন করে নিজের বই সেখানে এড করা যায়।
৯) www.kialo.com
ফেসবুকে কিংবা রিয়্যাল লাইফে আমরা অনেক উত্তপ্ত তর্ক-বিতর্ক দেখি। যেকোন তর্কের দুই দিকের অংশ দেখাটা জরুরি। ফলে জগত ও জীবনকে বুঝার ক্ষমতা বৃদ্ধি পায় এবং প্রকৃতপক্ষে বুদ্ধিবৃত্তিক বিনয় সৃষ্টি হতে পারে যেকোন কারো মাঝে।
১০) neal.fun/printing-money
মজার ওয়েবসাইট। ডলারের হিসেবে আমেরিকার টাকার হিসাব, প্রবহমানতা। বিভিন্ন প্রতিষ্ঠানের রেভিনিউ এখানে পাবেন। বর্তমান বিশ্ববাস্তবতায় টাকা সম্পর্কে এসব ছবি দেখতে দেখতে গুরুত্বপূর্ণ সারসত্যও জানতে পারবেন।
১১) www.my80stv.com
আগের দিনের অর্থাৎ আশির দশকের টিভিতে, সেই সময়কার বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান দেখার সাইট। এক কথায় চমৎকার সাইট এটি।
১২) www.omnicalculator.com
৩৬৩৬ টি ক্যালকুলেটর আছে এখানে। মানে দৈনন্দিন জীবনে এবং রিসার্চের কাজে যত রকমের ক্যালকুলেটর / কনভার্টার আছে সব এখানে আছে। বেশ কাজের সাইট এটা।
১৩) slidescarnival.com
গুগল স্লাইড, পাওয়ারপয়েন্টের বাইরেও বিভিন্ন রকমের বৈচিত্রময় স্লাইড টেমপ্লেট কোন রেজিস্ট্রেশন ছাড়া ফ্রিতে পাবেন এখানে। অনেকের কাজে লাগতে পারে এই সাইট।
১৪) www.window-swap.com
পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষজনের জানালা দিয়ে দেখুন। সুন্দর ওয়েবসাইট
১৫) tinywow.com
ফ্রিতে পিডিএফ, ইমেজ, রাইটিং, ভিডিও, ফাইল সংক্রান্ত যেকোন সমস্যার সমাধানের সাইট।
১৬) thispersondoesnotexist.com
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অস্তিত্বহীন মানুষের ছবি তৈরি করে ওয়েবসাইটটি।
আপনাদের কারো কাছে এরকম কোন ওয়েবসাইটের ঠিকানা থাকলে মন্তব্যঘরে জানানোর অনুরোধ রইলো। আমি এ সকল সাইটের সন্ধান পেয়েছিলাম ইন্ট্যালেকচুয়াল মুরাদুল ইসলামের এক পোস্টের বরাতে। পরবর্তিতে এসব ওয়েবসাইটে আমার যাওয়া হয়।