মনে থাকে না সময় যায় সময়ের মতো/
ঠিকমতো/ তবু মনে হয় তাড়াতাড়ি যায়/
ক্ষমার স্মরণ ভুলে যায়/
শত সহস্র অপচয়/ চরিত্রের অবক্ষয়/এড়িয়ে যায় ক্ষমা এড়িয়ে/
পাপী খুশি হয় গোপনে/
বলে বাতাসে অন্তর হালকা হবে/
বলে জলে শুদ্ধ হতে হবে/বলে প্রদীপ,
কবে নুরানী হবে? নতুন শতাব্দী আরো অনেক পরে/
মানুষ সবে আরোহন করে/ আহরণ করে/
শূন্য থেকে মহাশূন্য বিচরণ করে/
কত নতুন নিয়ম হয়/ কত পুরনো স্মরণ হয়/
আছে নাকি ছলের মত দেখে নেয়া ক্ষমা/
মনে পড়ে নাকি ঠিক মনে আছে নাকি ক্ষমা?
অন্তর বলে অন্তরে হালকা হতে হবেরে/
ক্ষমা চাওয়ার যুগে মেতে আছে হুজুগে/
বুজুর্গরা যুবক যুবতীরা/বয়ান বলে/পাশ দিয়ে গেলে বংশের ধারা/
আমরা কারা? অধঃপতনের পরে/
এভাবে কি জীবন চলে? হৃদয়ে হালকা হতে হবে/
মানুষ নাকি হতে হলে ক্ষমা চাইতে হবে/
জগততো করে দিছে পুলসিরাতের মত/
এই পারে ক্ষমা হলে/ওই পারে তারে মানুষ বলে//
ক্ষমা
১৮ই মে ২০২৫