
নগর কি জানে নীরব সজীবতা
গ্রাম কি জানে কোলাহলের পূর্ণতা
আত্মা কি জানে অস্তিত্বের ঠিকানা
মানব কি মানে ধর্মের মানা
পর্বত কি জানে প্রবাহের ব্যাকুলতা
নদী কি জানে স্থির দুর্গমতা
গগন কি জানে নিবিড় সংকীর্ণতা
বাধন কি মানে বিসর্জনের উদারতা
জীবন তো জানে অন্তিম যাত্রা
তবে সংযোগে কেন অধিক মাত্রা
প্রবর্তনই তো বিলুপ্তির সূচনা।