Posts

কবিতা

অন্তিম সূচনা

May 19, 2025

Mahamudul hasan

89
View

নগর কি জানে নীরব সজীবতা
গ্রাম কি জানে কোলাহলের পূর্ণতা
আত্মা কি জানে অস্তিত্বের ঠিকানা
মানব কি মানে ধর্মের মানা
পর্বত কি জানে প্রবাহের ব্যাকুলতা
নদী কি জানে স্থির দুর্গমতা
গগন কি জানে নিবিড় সংকীর্ণতা
বাধন কি মানে বিসর্জনের উদারতা
জীবন তো জানে অন্তিম যাত্রা
তবে সংযোগে কেন অধিক মাত্রা
প্রবর্তনই তো বিলুপ্তির সূচনা।

Comments

    Please login to post comment. Login