Posts

চিন্তা

রাজার নীতি

May 19, 2025

মহিউদ্দিন শাকিল

Original Author মহিউদ্দিন শাকিল

164
View

রাজনীতির মূল বিষয়ই হচ্ছে অন্যকে দমিয়ে রাখা। এজন্যই বলা হয় রাজনীতি হচ্ছে রাজার নীতি। পূর্বে আমরা সবাই রাজা বাদশা এবং তাদের দ্বারা অধীনস্থ প্রজাদের কাহিনি শুনেছি। রাজারা কর আদায়ের জন্য প্রজাদের উপর জুলুম ও অত্যাচার করত। খাজনা আদায় না হলে তাদের উপর বিভিন্ন অত্যাচার ও জেলে বন্দী করে রাখা হত। কিন্তু বর্তমানে সেই খাজনার সংজ্ঞায়ন পাল্টিয়েছে। মানুষ এখন সরাসরি খাজনা দিতে রাজার দরবারে যায় না।

এখন রাজনীতিবিদরা রাজার নীতি নিরূপণ করে। তারা দেশের সকল প্রকার পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে নিজেদের নীতিতে অবিচল থাকে৷ সেখানে আমার আপনার মতন জনগণের মতামত বা স্বাধীনতাকে থোড়াই কেয়ার করেন।

এজন্যই বলা হয় রাজনীতি হচ্ছে রাজার নীতি।

Comments

    Please login to post comment. Login