নানার বাড়ি বেড়াতে গিয়ে রাজু এক অদ্ভুত সমস্যায় পড়ে গেল। তার দাদি বললেন, “বাজারের হাঁড়ি কেউ চুরি করেছে।”
“হাঁড়ি আবার চুরি করে নাকি?”— রাজু অবাক।
গ্রামে হঠাৎ হাঁড়ি চুরির ঘটনা ঘটলে সবাই ধারণা করল এটা নতুন কোন রাজনীতি। মোল্লা সাহেব বললেন, “এইটা করছেই ও পাশের দলের লালু। ও চায় গ্রামে বিশৃঙ্খলা হোক।”
লালু বলল, “আমার কী দরকার হাঁড়ি চুরি করে? আমি তো নিজের হাঁড়িতে খিচুড়ি রান্না করি!”
হাঁড়ি খুঁজতে গিয়ে চেয়ারম্যান, মেম্বার, এমনকি ইমাম সাহেব পর্যন্ত জড়িয়ে পড়লেন এই ঘটনায়।
শেষমেশ হাঁ