Posts

কবিতা

অপেক্ষার ফুল"

May 19, 2025

Raisa Chowdhurani

83
View

"অপেক্ষার ফুল"
(একটি অবেলায় হারিয়ে যাওয়া কবিতার জন্য)

আমি লিখে যাই, নীরব পাতায়,
একটি কবিতা—হয়তো কারো জন্য নয়।
শব্দেরা গুছিয়ে বসে, নিঃশব্দ রাতের কোলে,
ভালোবাসা জেগে থাকে, অদেখা এক ছায়া-তলে।

নেই কোন লাইক, নেই কোন শোরগোল,
তবু হৃদয় বলে—এটাই তো আমার মোল।
জন্ম দিলাম অনুভবের এক অদৃশ্য বীজ,
যার পরিচয় নেই, নেই কোনো গর্জন-মিছিল।

হয়তো একদিন, কোনো এক মায়াবী ভোরে,
কেউ পড়বে এই লাইনগুলো একাকী চোরে।
চোখের কোনে জমবে একটু চুপচাপ জল,
আর বলবে, “এই কবিতা—আমার কষ্টের বল।”

আমি তখন থাকবো না, হয়তো বহু দূরে,
তবু জানবো, কিছু শব্দ বাঁচে হৃদয়-সুরে।
লাইক নেই, কমেন্ট নেই, কি আসে-যায় তাতে?
ভালোবাসা তো চুপিচুপি বাঁচে নিঃশব্দ রাতের রাতে।

— রচয়িতা: (Raisa Chowdhurani)

 

Comments

    Please login to post comment. Login