চলতি বছরের ডিলান থমাস প্রাইজ জিতেছেন ফিলিস্তিনি লেখক ইয়াসমিন জাহের। তার প্রথম উপন্যাস ‘দ্য কয়েন’ এর জন্য তিনি এই পুরস্কার পান। প্রতি বছর ৩৯ বছর বা তার চেয়ে কম বয়সী লেখকের ইংরেজি ভাষায় প্রকাশিত সেরা সাহিত্যকর্মকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
দ্য কয়েন উপন্যাসটি ২০২৪ সালের জুলাই মাসে প্রকাশিত হয়। এতে নিউ ইয়র্কের একজন ধনী ফিলিস্তিনি নারীর গল্প বলা হয়েছে। তিনি নিউ ইয়র্কে শিকড় গাড়তে চেষ্টা করেন এবং সুবিধাবঞ্চিত ছেলেদের একটি স্কুলে শিক্ষকতা করেন। পরে তিনি হার্মিস বার্কিনের ব্যাগ পুনরায় বিক্রির একটি চক্রান্তে আটকা পড়েন। এই উপন্যাসে ট্রমা এবং শোককে হাস্যরসের সঙ্গে মোকাবেলা করা হয়েছে।
৩৪ বছর বয়সী ফিলিস্তিনি এই লেখক এবং সাংবাদিক পুরস্কার হিসেবে পাবেন ২০ হাজার পাউন্ড। মূলত কিংবদন্তি ওয়েলশ কবি এবং নাট্যকার ডিলান থমাসের সম্মানে ২০০৬ সালে এ পুরস্কারটি চালু করা হয়। ওয়েলসের সোয়ানসি ইউনিভার্সিটি এটি চালু করে। এই কবি ১৯৫৩ সালের নভেম্বরে মাত্র ৩৯ বছর বয়সে মারা যান।
এর আগে ‘সিটিং অ্যারেঞ্জমেন্টস’ এর জন্য ম্যাগি শিপস্টেড, ‘গ্রিফ ইজ দ্য থিং উইথ ফেদারস’ এর জন্য ম্যাক্স পোর্টার এবং 'গডস চিলড্রেন আর লিটল ব্রোকেন থিংস' এর জন্য আরিনজে ইফেকান্দু ডিলান থমাস প্রাইজ পেয়েছিলেন।
উল্লেখ্য, ইয়াসমিন জাহের ১৯৯১ সালে জেরুজালেমে জন্মগ্রহণ করেন। তিনি ইয়েল ইউনিভার্সিটিতে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং দ্য নিউ স্কুল ইউনিভার্সিটিতে সৃজনশীল লেখালেখি নিয়ে পড়াশোনা করেছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান