Posts

কবিতা

কবিতার সুরে সুরে

May 20, 2025

শরীফ এমদাদ হোসেন

67
View

আবদারে মিহি সুরে অদূরে উদল গায়ে রোজ
কে করে আমাকে খোঁজ?
আমি কি খারাপ কেউ চোর বাটপার চূড়ান্ত অসৎ?
লোকে জানে, সবুজের সমারহে আমার বসত।

খুনী নই, নই আমি পলাতক আসামী বিশেষ
কবি আমি, কবিতাকে চষি নিরবধি
লিখে রাখি অহরহ ফুল পাখি আকাশ নদী।
ভালো লাগে আহলাদি চাঁদ
কাঁঠাল জারুল বনে সোণালু ফুলের তলে সুখীমনে মরবার সাধ
তারপরও নদী মন উচাটন হয় সারাক্ষণ
হয়তোবা ভালোবেসে খুঁজে ফেরে কোনো এক
গাঁয়ের স্বজন?
স্বদেশ প্রেমের জ্যোতি কারো যদি হৃদয়ে না থাকে
কী করে মানুষ বলি তাকে?
মা মাটি মায়ের ভাষার প্রেম বুকে নিয়ে
কবিতার সুরে সুরে প্রতিদিন যাই এগিয়ে।

Comments

    Please login to post comment. Login