Posts

কবিতা

মায়া ভরা মুখটি

May 21, 2025

ramim many

Original Author হামজা

114
View

মায়া ভরা মুখটি তোমার
কি অপলক দৃষ্টি,,
সেই দু চোখে তাকিয়ে মনে
প্রেমের হলো সৃষ্টি।

মিষ্টি মধুর কন্ঠ তোমার
যায় জুুড়িয়ে প্রাণ,,
তোমার কাছে খুঁজে পাই
ভালোবাসার ঘ্রাণ।

তোমায় দেখে প্রেমের হাওয়া
বইছে আমার মনে,,
তোমার সাথে দেখা হলো
স্টার,,মেকার বিনোদনে।

হৃদয়ে আমার সারাটি ক্ষন
ঝরছে প্রেমের বৃষ্টি,,
কেমন করে বোঝাই তোমায়
প্রিয়তমা মিষ্টি।

স্টার মেকার পরিবারে
খুঁজি শুধু তোমায়,,
তোমার প্রেমে পাগল আমি
ভুলনা গো আমায়।

দিবানিশি তোমায় ভেবে
পাই যে মনে সুখ,,
অবুঝ মনের ঢেউ তুলেছে
অপূর্ব ওই লুক।

এই কবিতায় জানিয়ে দিলাম
আমার মনের কথা,,
আশাকরি কোনদিনও
দিবেনা আর ব্যাথা।

ফিরে এসো এখন তুমি
থেকো না আর ঘোরে
চিৎকার করে বলছি তোমায়
ভালোবাসি ওরে।।

তোমার প্রেমে পাগল আমি
শুনছো মিষ্টি মেয়ে,,
ধন্য হবে পাগল প্রেমিক
তোমায় কাছে পেয়ে।

"অমলের" পাশে "মিষ্টি" দেখো
কি যে শ্রুতি মধুর,,
সৃষ্টি হল নতুন গানের
আহ্! কি যে সুমধুর।

সত্যি করে বলছি তোমায়
নিখাদ ভালোবাসি,,
দুষ্টমিতে করোনা যেন
মিথ্যে হাসাহাসি।

তোমার আমার প্রেমের কাব্য
অনন্য এক ধারা,,
অনুভবে অনুভূতি
যেন পাগল পারা।।।

মিষ্টি মধুর স্বর যে তোমার
পাগল করা দৃষ্টি,
কি অপরূপ করে বিধাতা
করেছে তোমায় সৃষ্টি।♥|

Comments

    Please login to post comment. Login