এই কবিতাটি একটি জ্বালাময়ী কণ্ঠ—ফিলিস্তিনের প্রতিরোধ, আত্মত্যাগ ও ঈমানি শক্তির প্রতিচ্ছবি।
বদর, উহুদ, খন্দক ও খায়বারের চেতনা নিয়ে
নুর হোসেন ভূঁইয়া তুলে ধরেছেন এক অবিচল ফিলিস্তিনিকে
যিনি শুধু পাথর নয়, হাতে ধারণ করেন ইতিহাসের জ্বলন্ত তলোয়ার।
এই কবিতায় গর্জে ওঠে
হামাসের বজ্রকণ্ঠ,
আবাবিলের প্রতীকী প্রতিরোধ,
আর জালেমদের বিরুদ্ধে ঈমানের দুর্বার বজ্রধ্বনি।
এটি শুধুই কবিতা নয়
একটি প্রত্যয়ের শপথ,
একটি জাতির সংগ্রামের জ্বলন্ত দলিল।