Posts

কবিতা

আজ থেকেই তবে শুরু হোক

May 22, 2025

সুকান্ত সোম

78
View

আজ থেকেই তবে শুরু হোক

ব্যর্থ যত প্রেমিক আছে তাদের নতুন করে প্রেমিক হওয়ার

থেমে যাওয়া মিছিলের স্লোগানে জোয়ার জাগুক

শিমুল তলায় বসে থাকা পথিক হাটতে শুরু করুক অনাদিকালের পথ বয়ে

কোন দিন যদি কেউ ভুল বুঝে তবে তাই হোক তবুও থামবার কথা নেই

আমাকে স্বাধীনতার স্বাদ দেয়ার শুরু হোক তবে এই ভালবাসার

যেদিন নদী পথে ঢেউ থেমে যাবে সেদিনও মাঝি ভাই বয়ে যাক তার সাধের তরী

ট্রেন ঘুরে ফিরে, ফিরে আসুক শুরুর স্টেশনে নতুন করে শুরুর স্বপ্ন দেখে

যে বসন্ত শেষে কোকিল হারিয়ে যায়, সে কোকিল ফিরে আসুক না হয় কাকদের দলে ঘাপটি মেরে

গান শুরু হোক সারেগামাপার তানে ভাঙা গলায় শীতের সকালে ধোয়া ওঠা চা পানের শেষে৷

শুরু হোক বাতাসের গায়ে লেগে জলের স্রোতে শেষ অবধী কুলুকুলু ধ্বনি তুলে সমুদ্রের বুকে আশ্রয় খোজা নদীর

যেখানে পুরান কথা নুড়ি পাথরের মত জমা হয়, জমা হোক পলি মাটির মত।

আবলুশ কাঠ যেখানে সাজতে থাকে, সেখানে আমি নয় কেন?

শুরু হোক সন্যাসীর বেশে পথ চলার যদি সে সুখ মেলে দুমুঠি চালে অপরের দানে তবে শুরু হোক৷

অন্ধকার গলির মুখে সুড়ঙ্গ খুড়ে ক্ষিন আলো রেখার বুকে পদ চিহ্ন একে দেয়ার বাসনায় শুরু হোক পথ চলার ।

খেলার ছলে লেজ কাটা টিকটিকির গজানো লেজে মত বেড়ে যাক যেখানে ওত পেতে আছে সামনের দিন

শুরু হোক এভাবেই নতুন ঝড়ের, ছিড়ে যাক সব কিছু শা শা শব্দের গান তুলে।

Comments

    Please login to post comment. Login