Posts

গল্প

দায়িত্ববোধ

May 22, 2025

Moinuddin Jubaed

59
View

রুমা একটি ছোট শহরের এক স্কুলের ছাত্রী। সে পড়াশোনায় ভালো এবং খুবই দায়িত্ববান। তার বাবা একজন কাঁচামালের দোকানি আর মা গৃহিণী।


 

একদিন স্কুলে শিক্ষকরা ঘোষণা দিলেন, “আগামী সপ্তাহে স্কুলের বার্ষিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হবে। সবাইকে একটি করে গাছের চারা নিয়ে আসতে হবে এবং স্কুল প্রাঙ্গণে গাছ লাগাতে হবে।”


 

সকলেই খুশি, তবে কিছুটা চিন্তিতও। অনেকের পরিবার চারা কিনে দিতে পারবে না। রুমা বুঝল, তার কিছু বন্ধুরা সমস্যায় পড়বে।


 

সেদিন বিকেলে সে বাবার দোকানে গিয়ে বলল, “বাবা, তুমি কি পারো আমাকে একটু সাহায্য করতে?”


 

বাবা বললেন, “কি সাহায্য মা?”


 

রুমা বলল, “আমার কিছু বন্ধু চারা কিনে আনতে পারবে না। তুমি যদি পাঁচটা চারা এনে দাও, আমি ওদের দিতে পারি। তারা স্কুলে লাগাবে।”


 

বাবা হাসলেন। বললেন, “তুমি সত্যিই অনেক দায়িত্বশীল। আমি নিশ্চয়ই আনব।”


 

পরের দিন রুমা সেই চারা বন্ধুদের দিল। সবাই খুশি হয়ে গেল।


 

পরীক্ষার দিন সবাই মিলে গাছ লাগাল। শিক্ষকরা দেখলেন রুমা কতটা সচেতন ও দায়িত্ববান। প্রধান শিক্ষক বললেন, “রুমার মতো যদি সবাই দায়িত্ব নেয়, তাহলে দেশ অনেক সুন্দর হয়ে উঠবে।”


 

রুমা লজ্জা পেয়ে মাথা নিচু করল, কিন্তু মনে মনে সে খুব খুশি হলো।


 


 


 

মূল শিক্ষা:

ছোট ছোট দায়িত্ববোধের মধ্যে দিয়েই বড় পরিবর্তন সম্ভব।


 


 


 


 

Comments

    Please login to post comment. Login