প্রকৃত ঐশ্বর্য: এক জীবনদর্শন
প্রকৃত ঐশ্বর্য
এই ধরণীর বুকে আসলে কেউ ধনবান নয়। প্রকৃত ঐশ্বর্যের মালিক তো তিনিই, যিনি এ নিখিল সৃষ্টির প্রতিপালক। তাঁর সীমাহীনতার বাইরে, আমরা সবাই অপূর্ণতার এক অদৃশ্য বাঁধনে বাঁধা; তিনিই একমাত্র আমাদের জীবনে পরিপূর্ণতার সুর এনে দেন।
আমরা দেখি, কেউ হয় রত্নের ধনী, তবু তার রূপে থাকে শূন্যতা;