Posts

কবিতা

টুকরা কথা

May 23, 2025

শরীফ এমদাদ হোসেন

61
View

টুকরা কথা

~ শরীফ এমদাদ হোসেন 

রিসেট
[]
রিসেট বাটন চাপ দিয়েছে ২১, ২৬ নাই
জুরাসিকের কাল চলছে শোনেন কবি ভাই
চলেন চলেন দেশ ছেঁড়ে যাই দূরে
ওরা দেখুক প্রাচীন মানুষ ঘুরে।

বেঁচে থাকা 
[][]
সেও ভালো। 
মানব ধর্মের কথা ভুলে অধর্মের দেশে আর 
বেঁচে থেকে কিইবা লাভ?
বাঁচুক এদেশে কারো স্বামী, কোনো সুদে লোক 
আর চাপায় দেয়া বাপ।

অধিকার 
[][]
যত গুঞ্জন ওঠে আর উঠছে বাজারে
কিছু তার সত্যি ই হতে পারে
কিছু অপবাদ, রটনাও রটে যায়
তবু তুমি এতো বাড়ছো কোন্ অধিকারে?

বলো না এতোটা পাইকারি 
সব্বাই জানে তুমি এক জবরদখলকারী।

দরদ
[][] 
স্বদেশের প্রতি প্রেম আছে বলে মনে হয় না
থাকলে তো বুঝতাম
গণমানুষের প্রতি নেই তো দরদ
থাকলে কি খুঁজতাম?

Comments

    Please login to post comment. Login