পড়ন্ত বিকালে
বৃষ্টিস্নাত দিনে
কেন করছো দেরী
লক্ষ্যে পৌছাতে।
বহমান জীবনে স্থির লক্ষে
চলছে জীবন চলতে দাও
কেন তাকাও পেছনে।
দাড়াবে কেন হতাশায়
পুরাতন ঝরাপাতা দেখে
চলছে জীবন চলতে দাও
এক দরজা বন্ধতো
অন্য দরজা খুলবেই
নতুন পাতার আগমন
সেটাই বলে দিচ্ছে।
পড়ন্ত বিকালে
বৃষ্টিস্নাত দিনে
ভরা যৌবনে
কেন করছো দেরী
লক্ষ্যে পৌছাতে;
উঠে পরো জীবন গাড়িতে
ট্রেনে অথবা নৌকাতে।