Posts

কবিতা

প্রকৃতি কি আসলেই আমাদের মনের ভাষা বোঝে?"

May 23, 2025

মোছা. সিলভীয়া সরকার

59
View

 

আজ হঠাৎ করে মনে হলো—আমরা যখন ভালোবাসি, কাঁদি, রাগ করি বা অভিমান করি, প্রকৃতিও কি আমাদের মতোই অনুভব করে?

নিজের কিছু অনুভূতি তুলে ধরলাম এই ছোট লেখায়ঃ

যখন প্রকৃতির প্রেমে পরি, তখন বুঝি বাতাস কিসের ইংগিত।
যখন মায়ায় পরি, তখন বুঝি বৃষ্টি কিসের ইংগিত।
যখন অভিমান করি, তখন বুঝি রৌদ্র কিসের ইংগিত।
যখন ক্ষোভ জমে, তখন বুঝি ঝড় কিসের ইংগিত।
যখন মন ভার করে থাকি, তখন বুঝি আকাশে কেন মেঘ জমে আছে।

Comments

    Please login to post comment. Login