Posts

প্রবন্ধ

শান্তির কোলাহল

May 23, 2025

Md Mahin

71
View

দিনের শেষে শান্ত আঁধার, তারা জ্বলে আকাশে।।
স্বপ্ন বোনে আলোর মিছিল, ছায়া দোলে বাতাসে।।
চেনা পথের বাঁকে আজও স্মৃতিরা গান গায়।।
হারিয়ে যাওয়া দিনের কথা, মন ফিরে চায়।।
নদীর বুকে ঢেউ ওঠে, দূর সীমানায় মিশে।।
জীবন চলে আপন তালে, নতুন ভোরে হেসে।।
কষ্টগুলো ধুয়ে যায়, ভোরের শিশির কণা।।
আশার আলো দেখায় পথ, স্বপ্ন দিয়ে গড়া।।
চারিদিকে ছড়ানো প্রকৃতি, সবুজ মাঠের বুক।।
শান্ত মনে বসে দেখি, জীবনের যত সুখ।।
ভালোবাসা বাঁধুক ঘর, শান্তি আসুক ফিরে।।
সব বাধা পেরিয়ে চলি, এক নতুন তীরে।।

Comments

    Please login to post comment. Login