আপনি সাময়িকভাবে টিকে থাকতে পারেন -পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের বশ্যতাবরণকারী উগ্র দক্ষিণপন্থীদের দাক্ষিণ্যে -কিন্তু মানবতাবাদী আপামর জনসাধারণের হৃদয় জয় করতে পারবেন না কখনোই। ইতিহাসে আপনি স্থান পাবেন না একজন জননন্দিত নেতারূপে, বরং প্রতিধ্বনিত হবেন একটি প্রত্যাখ্যাত রেজিম হিসেবে, যার পরিণতি হবে ইতিহাসের আঁস্তাকুড়।
আপনার চলার পথটি না হোক বিস্ময়করভাবে সেই সব পতনশীল শাসকদের পদাঙ্ক অনুসরণে পরিপূর্ণ, যাদের একসময় জনতা তাড়িয়ে দিয়েছিল রাজপথ থেকে। আপনি কেন সেই অনিবার্য নিয়তির প্রতিই এগিয়ে চলবেন?
অথচ আপনার হাতে আছে এক অনন্য সুযোগ ও সম্ভাবনা -দেশের ভিতর ও বাইরের আধিপত্যবাদী শক্তিকে কৌশলে নতজানু করে, রাষ্ট্রের রাজনীতি ও আইনব্যবস্থার শিকড়ে মৌলিক সংস্কার সাধনের। আপনি হতে পারবেন সেই বিরলতম রাষ্ট্রনায়ক, যিনি কেবল ক্ষমতার নয়, জনমনেরও অভিভাবক।
কিন্তু আপনি আপনার ডানপন্থী সমর্থকদের চরম প্রতিক্রিয়াশীলতার ভয়ে এক নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশই গ্রহণ করতে সাহস পাচ্ছেন না। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার -এ যেন দূরাকাশের কোনো অলীক স্বপ্ন।
শিক্ষাক্ষেত্রে তো আপনি একরকম মৌনতা পালন করছেন। এককালে রাষ্ট্রযন্ত্রের ছত্রছায়ায় ধর্মীয় একমুখী শিক্ষা ব্যবস্থার যে বিষবৃক্ষ রোপিত হয়েছে, তা আজ বেড়ে উঠেছে জাতিসত্তার শিকড়ে। বদলে দিয়েছে চিরায়ত সহজিয়া ও সহনশীল বাঙালি সংস্কৃতি। অথচ আপনিই তো পারতেন এই দুর্দশার উত্তরণে যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক ও মানবিক শিক্ষা কাঠামোর বীজ বপন করতে। সে আশাও ক্রমশ অপসৃত।
আপনাকে আমরা ভেবেছিলাম ইতিহাসের এক ক্ষণজন্মা পুরুষ, যিনি জাতির যাত্রাপথে আলোকবর্তিকা হবেন। যাকে আমরা সম্মান ও মর্যাদায় মাথায় করে রাখি।
কিন্তু আপনি কি তবে হয়ে উঠবেন সেই বিষণ্ন আক্ষেপ, যে নিজের শ্রেষ্ঠ সম্ভাবনাকেও নিঃশেষ করে তুলেছেন?
তারপরও -বিশ্বাস করি, ঝুঁকি থাকা সত্ত্বেও -আপনি পারবেন যথোচিত রাজনৈতিক সংস্কারের মাধ্যমে এই জাতিকে উপহার দিতে একটি অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন। এটাই হবে আপনাকে ঘিরে শেষ আশার দীপ্ত আলো।
আপনার রাষ্ট্রীয় গুরুদায়িত্ব ও কৃতকর্মের পৃষ্ঠায় যেন ইতিহাস তুলে ধরে এক সুবর্ণ অধ্যায় -এই প্রার্থনায় থাকলাম।
ইতি:
ফারদিন ফেরদৌস
আপনার অনুরাগী ও
রাজনীতি সচেতন একজন অতি প্রান্তিক নাগরিক
২৩ মে ২০২৫