Posts

কবিতা

সফলতার গান

May 24, 2025

ভোঁতা পেন্সিল

106
View

সফলতার স্বাদ কেমন ? মিষ্টি নাকি টক?
ব্যর্থতা কী খুব তেতো আর দেখতে নাহি ঢক ?
মিষ্টি স্বাদে দৃষ্টি কাড়ে , বাড়ায় মনে লোভ ,
তাই পেতে চাই সফলতার হলেও দু-এক ঢোক ।
জীবন সে তো তুচ্ছ বিষয় ব্যর্থ হলে পরে ,
সফলতার স্বপ্ন আমার ঘুম নিয়ে যায় কেড়ে ।
দশ পা দূরে সফলতা , সামনে যতই যাই ,
দূর কমে না সুর মেলে যতই আমি  গাই ।
সফলতার মঞ্জিলেতে পৌঁছাবারই তরে ,
ঘর ছেড়েছি সেই যে কবে আর না মনে পরে ।
মঞ্জিলের ঐ লোভে আমার সোনার কুড়ে ভেঙে ,
ঘরহারা হয়ে ঠাই খুঁজি তাই পথের কোণে-ধারে ।
সফলতার ফুটবে কি ফুল ধরবে কি তার ফল ? 
পেট কি আমার অনাহারেই থাকবে চিরকাল ?
সফলতার মরীচিকায় চোখ ধেধেছে যার , 
ভাত কাপড়ে পেট ভরানোর চিন্তা নাহি তার ।
সফলতার মুলা আমি খেলাম ভেবে কলা ,
গলায় আটক মুলার কাটায় বেশ হয়েছে জ্বালা ।
না পারি তা উগড়াতে আর গিলতে নাহি পারি ,
সফলতার ফাঁদ মোরে তাই রাখিয়াছে ঘিরি ।
ফান্দে পরে কান্দি আমি , "ছেড়ে দে মা কেঁদে বাঁচি ",
সফলতার পাহাড় কেটে ব্যর্থতাদের গল্প রচি ।।

Comments

    Please login to post comment. Login