Posts

কবিতা

কবিরাই তুলে আনে

May 24, 2025

শরীফ এমদাদ হোসেন

53
View

কবিরাই তুলে আনে

- শরীফ এমদাদ হোসেন

শাজাহান হতে চেয়েও পাইনি মমতাজ
দুঃখ রয়ে গেলো বুকের ভেতর
সস্তায় বেচে দেবো স্মরণীয় তাজমহল
বৃষ্টিস্নাত সন্ধ্যা একখানা
শোক আর বিহ্বল হতে জাগবার প্রত্যয়ে
তবু যদি দেশে আসে শান্তি কিছুটা—

কবিতায় চেয়েছিলাম ফুটতে রমনায়
সাহসিকা জোটেনি একটিও
পোড়াবো শ্রমের পাণ্ডুলিপি
এঁকে রাখা সন্ধ্যার আভা
পাইনি স্বীকৃতি, পাবোও না জানি—
দাউদ হায়দার ছিলো বড্ড অভিমানি
আসেনি একবারও—
ও' ছিলো আজন্মের কবি
ভালোবাসলেও দেশ, পায়নি আশ্রয়।

নির্বাসিত কবি দেশে দেশে আছে আরো
আমি তো নির্বাসিত কেউ নই
তবু কেন অচ্ছুৎ হয়ে আছি?
পাহাড় নদী ঝরণা হতেও
সমতলে নদী মাঠ জনপদ হতেও
এ দণ্ড মাথায় করে কতকাল আর ঘুরি
এ নিঝুমপুরী?

শুনেছি কবিদের শত্রু নেই
তবু কবির ভেতরে কবি, মিছিলে মিছিল
প্রেমের ভেতরে প্রেম
অন্ধকারে কবিদের ডুবসাঁতার
ভবঘুরে নদী, সন্ধ্যার ভেতরে সন্ধ্যা
কবিরাই কবিতায় তুলে আনে
অসংখ্য গোলাপ এবং  রজনীগন্ধা।

Comments

    Please login to post comment. Login