Posts

পোস্ট

রাজনৈতিক অধিকার

May 25, 2025

SHARKS FF

Original Author মোঃ সাফায়েত হোসেন সামির

70
View

আপনি যে রাজনৈতিক দল বা মতাদর্শে বিশ্বাস করেন, সেটা আপনার সাংবিধানিক অধিকার এবং ব্যক্তিগত পছন্দ—আমি সেটার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু যখন সেই রাজনৈতিক মতের নামে কারও ভাইকে রক্তাক্ত করা হয়, বোনদের ওপর নির্যাতন নেমে আসে, তখন সেটা শুধু রাজনীতি থাকে না, হয়ে যায় মানবতার প্রশ্ন। তখন আমি নীরব থাকতে পারি না, তখন আমি প্রতিরোধ করি।

আমি দেখেছি, অনেক রাজনৈতিক কর্মী আছেন যাঁরা আজও স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন, কারণ তাঁদের আদর্শে ছিল মানবতা, তাঁদের আচরণে ছিল শালীনতা। কিন্তু যারা নীতি ও আদর্শ থেকে বিচ্যুত, অন্যায় করেছেন, নির্যাতনের পথ বেছে নিয়েছেন—তাঁদেরকেই আজ পালিয়ে বেড়াতে হয়। তাই বলি, রাজনীতি করুণ, কিন্তু মানবতা ও ন্যায়ের পথ ছাড়বেন না।

Comments

    Please login to post comment. Login