Posts

নিউজ

নজরুল পুরস্কার পেলেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

May 25, 2025

নিউজ ফ্যাক্টরি

158
View

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে নজরুল পুরস্কার-২০২৫ প্রদান করা হয়েছে। চলতি বছর নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারী এই পুরস্কার পেয়েছেন।

রোববার (২৫ মে)  বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, ‘নজরুলের চিন্তা আজও প্রাসঙ্গিক। জুলাই অভ্যুত্থানে আমরা নজরুলের বিদ্রোহের ছায়া দেখি।’

নজরুল সাহিত্যের নন্দনতত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘নজরুলের সাহিত্য সে সময়কার প্রচলিত সাহিত্যধারার তুলনায় এতটাই ব্যতিক্রম ছিল যে একে নির্দিষ্ট কোনো নন্দনতাত্ত্বিক কাঠামোয় বাঁধা যায় না।’ 

নজরুলের সাহিত্যভাবনা আবিষ্কারে গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানান বাংলা একাডেমির মহাপরিচালক। তিনি বলেন, ‘এই ব্যতিক্রমী ধারা আমাদের দীর্ঘদিনের সাহিত্যিক সংকীর্ণতা কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে। একইসঙ্গে এটি সাহিত্যিক নন্দনের নতুন কিছু মাত্রা উন্মোচন করতে পারে, যা নজরুলচর্চাকে একটি নতুন মানসিক কাঠামোয় প্রতিষ্ঠা করতে সাহায্য করবে।’ 

এদিকে নজরুল পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক। 

Comments

    Please login to post comment. Login