কি জানি কি ভেবে,
মানবো না না করেও
মেনে নিয়েছি সব অনিয়ম।
অন্যায়ের গলি দিয়ে হেঁটে যাই,
কেউ চোখ ফেরায়, কেউ মুখ লুকায়,
তবুও কেউ দেখে না, কেউ কিছু বলে না।
এখানে ভয়ের নামে দেয়া হয় নিরাপত্তা,
মিছিলে স্লোগান বদলে দেয়া হয় উস্কানি।
আজ আমরা প্রতিরোধ না,
প্রতিক্রিয়ায় হয়েছি অভ্যস্ত।
সোফায় বসে স্বদেশ ভালোবাসি,
গুজবে ঠাঁসা পোস্ট শেয়ার করি।
তোমার সামনে দাঁড়িয়ে,
আমিও একটু হেসে নিই।
মাটির নিচে শিকড়গুলো
কেমন করে জোর পায়?
যেখানে কেউ দাঁড়ায় না,
সেখানে নীরব প্রতিবাদ জেগে থাকে।
বাতাসে ভাসে দম বন্ধ করা আশা,
আলো নিভে না, শুধু দূরে সরে যায়।
