Posts

কবিতা

আমাদের নজরুল (Premium)

May 26, 2025

Zohirul Islam

Original Author জহিরুল ইসলাম

0
sold
তুমি চির উন্নত মম শির তুমি কালের শ্রেষ্ঠ সন্তান,
তুমি বিশ্ব প্রেমিক তুমি বিদ্রোহী তুমি চির মহিয়ান।

তুমি কবিতার ফেরিওয়ালা তুমি অন্যায়ের হুংকার,
তুমি শ্রেষ্ঠ মানব এই পৃথিবীতে তোমায় বারবার দরকার।

তুমি প্রিয়ার চকিত চাহনি কাব্য ভাষার সেরা জাদুকর,
তুমি কীর্তিমান পুরুষ তুমি টর্নেডো তুমি প্রবল ঝড়।

তুমি সত্যের পথিক তুমি হাল না ছেড়ে দেওয়া এক যোদ্ধা,
তুমি কবিতার রাজা তুমি সাহিত্যের মহান বোদ্ধা।

তুমি হেরে যাওয়া কবির পুনঃ জাগরণ তুমি অনুপ্রেরণা,
তুমি অত্যাচারীর বাকরুদ্ধ করে দেওয়া বিষাক্ত যন্ত্রণা।

তুমি জাতির মুকুট তুমি আমাদের প্রিয় কবি নজরুল,
তুমি খোদার শ্রেষ্ঠ সৃষ্টি তুমি সুবাসিত ফুলের মুকুল।

তুমি দিশেহারা নাবিকের পথের দিশা তুমি চির অগ্ৰদূত,
তুমি রবে মিশে চিরকাল বেঁচে থাকবে তুমি যুগের পর যুগ।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login