Preview Text:
"তোমার মনে কি কখনও এমন কোনো স্মৃতি ভেসে উঠেছে, যার কোনো মানুষ ছিল না, কোনো নাম ছিল না—তবু সেই মুহূর্তটা যেন তোমার হৃদয়ে গেঁথে আছে জন্ম থেকে?
সাজিদের কাছেও তেমনই এক হাসি ছিল—অচেনা, অথচ চিরচেনা।
এবং সেই হাসির খোঁজ করতে গিয়েই সে পৌঁছে যায় ‘স্মৃতির কঙ্কালঘর’-এ—একটি ঘর, যা শুধু খুলে রাত ৩টা ৩৩ মিনিটে।
তখনই সে বুঝে যায়, পৃথিবীর সবচেয়ে ভারী জিনিসের নাম—অপরের অনুভূতি।"