মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের পড়ুয়া হিসেবে খ্যাতি আছে। তিনি প্রতি বছরের শেষে সেরা বইয়ের একটি তালিকা প্রকাশ করেন। পাশাপাশি গ্রীষ্মকালে পড়ার জন্য একটি সামার রিডিং লিস্ট বা গ্রীষ্মকালীন বইয়ের তালিকাও তৈরি করেন। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি তার ব্লগপোস্টে এই গ্রীষ্মে পড়ার জন্য কিছু বইয়ের নাম সুপারিশ করেছেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গেটস তার স্মৃতিকথা 'সোর্স কোড' প্রকাশ করেছেন। তার জন্য ব্যক্তিগত স্মৃতিকথা লেখা একটি কঠিন এবং নতুন চ্যালেঞ্জ ছিল। এজন্য নিজের পড়া সেরা স্মৃতিকথাগুলোর ওপর নির্ভর করতে হয়েছিল তাকে।
এই প্রসঙ্গে তিনি বলেছেন, আমি যেসব স্মৃতিকথা পড়েছি, সেগুলো আমাকে এই বই লিখতে সহায়তা করেছে। তাই এই বছরের গ্রীষ্মকালীন বইয়ের জন্য, আমি ভেবেছিলাম তাদের কয়েকটির একটি তালিকা শেয়ার করব।
২০২৫ সালের বিল গেটসের সামার রিডিং লিস্ট এক নজরে দেখে নেওয়া যাক:
১. ক্যাথেরিন গ্রাহামের 'পারসোনাল হিস্টোরি'
২. নিকোলাস ক্রিস্টফের ‘চেজিং হোপ’
৩. তারা ওয়েস্টওভারের 'এডুকেটেড'
৪. ট্রেভর নোয়াহ এর 'বর্ন অ্যা ক্রাইম'
৫. বোনোর 'সারেন্ডার'
সূত্র: কিরকাস