Posts

ভ্রমণ

সুন্দরবন ভ্রমণ (Premium)

May 28, 2025

Rabeya Akter

0
sold


তারিখ: ১৫ জানুয়ারি, ২০২৫
স্থান: সুন্দরবন, বাংলাদেশ

আজ আমার জীবনের একটি স্মরণীয় ও রোমাঞ্চকর দিন কাটালাম। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল সুন্দরবন যাওয়ার, আর আজ সেই স্বপ্নটা বাস্তবে রূপ নিল। সকালে খুব ভোরে আমরা বন্ধুদের সঙ্গে রওনা দিলাম খুলনার মংলা বন্দরের উদ্দেশ্যে। সেখান থেকে একটি ছোট লঞ্চে করে সুন্দরবনের দিকে যাত্রা শুরু করলাম।

লঞ্চ যতোই এগিয়ে যাচ্ছিল, চারপাশের দৃশ্য ততোই বদলে যাচ্ছিল। শহরের কোলাহল পেছনে ফেলে আমরা প্রবেশ করছিলাম প্রকৃতির এক অপরূপ জগতে। নদীর দুপাশে গাছপালা আর হালকা বাতাসে দুলতে থাকা পাতাগুলো যেন আমাদের স্বাগত জানাচ্ছিল। পথের মাঝে অনেক পাখির ডাক কানে এলো, কিছু চেনা, কিছু অচেনা। নদীর জলে মাঝে মাঝে কুমিরের চোখ কিংবা ডলফিনের লাফ আমাদের আরও আনন্দিত করল।



This is a premium post.

Comments

    Please login to post comment. Login