রহমাতুল্লাহ গার্মেন্টস রোডে জলাবদ্ধতা;জনদুর্ভোগ চরমে।
নিজস্ব প্রতিবেদক,
স্থানঃরহমাতুল্লাহ গার্মেন্ট,বাড্ডা,ঢাকা -১২১২
তারিখঃ২৮ মে ২০২৫
ঢাকার ব্যস্ততম এলাকার অন্যতম রহমাতুল্লাহ গার্মেন্টস রোড ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে জমে যাচ্ছে নোংরা পানি, কাদায় পরিণত হচ্ছে পুরো পথ। ফলে এ রোড দিয়ে চলাচল করা সাধারণ মানুষের জন্য প্রতিনিয়ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সড়কে দেখা গেছে, রিকশাচালকরা হাঁটুসমান পানির মধ্যে মালামাল ও যাত্রী বহন করছেন। যান চলাচল ধীরগতির হয়ে পড়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। অনেক দোকানপাট বন্ধ রাখা হয়েছে, ব্যবসায়িক কর্মকাণ্ডে পড়েছে বিরূপ প্রভাব।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির ড্রেনেজ ব্যবস্থা কার্যকর না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। আশপাশের নির্মাণকাজ ও নিয়মিত বর্জ্য অপসারণ না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এদিকে পরিবেশবিদরা বলছেন, এ ধরনের জলাবদ্ধতা শুধু জনদুর্ভোগই বাড়ায় না, বরং জনস্বাস্থ্যের ওপরও ভয়াবহ প্রভাব ফেলে। পানিবাহিত রোগের বিস্তার ঘটার ঝুঁকি বাড়ে, বিশেষ করে ডেঙ্গু, টাইফয়েড ও চর্মরোগের মতো সংক্রমণ বেড়ে যায়।
সমস্যার দ্রুত সমাধানে স্থানীয়দের দাবিগুলো হলো:
আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা
রাস্তার সংস্কার ও উচ্চতা বৃদ্ধি
নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিস্কার কার্যক্রম জোরদার করা
প্রশাসনের সক্রিয় তদারকি ও ব্যবস্থা গ্রহণ
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, এখনই উদ্যোগ না নিলে এই সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করবে।
প্রতিবেদকঃওমর ফারুক।