জীবনের প্রথম বেলায় ডেকেছিলে সুরের মায়ায়।
ভুলেছিলেম আমি আমায় পড়ে তোমার সুরের প্রেমেতে।।
সেই সুর বাজে মনের মাঝে
দিশেহারা আমি সুরের খোঁজে।
ধরা দিলেনা শুধু মিথ্যে ছলনা
বুঝিনি তোমার সুরে গভীর বেদনা।
তোমাকে সত্যিই ভালবেসেছিলাম!
আমায় কষ্ট দিয়েছো,মন ভেঙেছো,
তবে প্রেম দিলেনা কেন?
এই ভাঙা হৃদয়ে প্রেম যায় শুকায়ে
বাসনাতে মন তবু্ও প্রেম প্রণয়ে।
এই ভরা জোছনা তুমিহীনা কিছু না!
তুমি আমার প্রাণের আলো তুমি সুরের সাধনা।
তোমার সুরে হৃদয় পুরে
তুমি ছাড়া আমি ঘোর আঁধারে।
কাছে এলেনা টেনেও নিলেনা
আপন হয়েও কেন তুমি হলে অচেনা?
তোমাতেই জীবন সঁপিয়ে দিলাম।
আমায় নিঃস্ব করেছো,বাঁধনে বেঁধেছো,
তবে প্রেম দিলেনা কেন?