Posts

নিউজ

১ লাখ ইউরোর ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড পেলেন মাইকেল ক্রামি

May 28, 2025

নিউজ ফ্যাক্টরি

123
View

২০২৫ সালের ইন্টারন্যাশনাল ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড জিতেছেন কানাডিয়ান লেখক মাইকেল ক্রামি।  'দ্য অ্যাডভারসারি' উপন্যাসের জন্য ১ লাখ ইউরো অর্থমূল্যের এই পুরস্কার পান তিনি।  

২২ মে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য উৎসবে ৩০তম ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড বিজয়ীর নাম ঘোষণা করা হয়। দ্য অ্যাডভারসারি উপন্যাসটি কানাডার নিউফাউন্ডল্যান্ড প্রদেশের প্রত্যন্ত অঞ্চলের পটভূমিতে লেখা হয়েছে। এটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। বইটি কানাডার বেস্টসেলার উপন্যাসের তালিকার শীর্ষে ছিল।   

মাইকেল ক্রামি কানাডিয়ান কবি এবং লেখক। তিনি সাধারণত হিস্টরিকাল ফিকশন লিখে থাকেন। ৫৯ বছর বয়সী এই লেখকের জন্ম এবং বেড়ে উঠা নিউফাউন্ডল্যান্ডে। তিনি প্রায়ই নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডরের ইতিহাস ও ল্যান্ডস্কেপের ওপর ভিত্তি করে লেখালেখি করেন। তিনি ৭টি কবিতার বই এবং একটি ছোটগল্প সংকলন প্রকাশ করেছেন। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো, ‘দ্য রিকেজ’, ‘গ্যালোর’, ‘সুইটল্যান্ড’, ‘দ্য ইনোসেন্টস’।  

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড ১৯৯৪ সাল থেকে দেওয়া হচ্ছে। অর্থমূল্যের দিক দিয়ে এটি বিশ্বের মূল্যবান পুরস্কারগুলোর মধ্যে একটি। ইংরেজি ভাষায় লেখা অথবা অনূদিত উপন্যাসের জন্য ইন্টারন্যাশনাল ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড দেয়া হয়। বিশ্বজুড়ে পাবলিক লাইব্রেরিগুলো এই পুরস্কারের জন্য লেখকদের মনোনয়ন দিয়ে থাকে।

সূত্র: লিটহাব 

Comments

    Please login to post comment. Login