গল্পের নাম: “তানিয়ার ত্যাগ”
তানিয়া ছিল ক্লাস থ্রি-তে পড়ুয়া এক মেয়ে। প্রতিবার ঈদুল আযহার সময় তার বাবা গরু কোরবানি দিতেন, কিন্তু এবার তাদের আর্থিক অবস্থা ভালো না থাকায় ছোট একটা ছাগলই কিনেছিলেন।
তানিয়া প্রথমে একটু কষ্ট পেল। সে ভাবল, “সবাই তো বড় গরু কোরবানি দিচ্ছে, আমরা একটা ছোট ছাগল?” কিন্তু মা তাকে বললেন,
“মেয়ের মা, কুরবানি পশুর আকার দিয়ে হয় না, হয় নিয়ত আর ত্যাগ দিয়ে।”
তানিয়া ধীরে ধীরে বুঝে গেল ব্যাপারটা। সে নিজে ছাগলটার নাম দিল “স্নিগ্ধা”। প্রতিদিন তাকে খাওয়াত, পানি দিত, আদর করত।
ঈদের আগের রাতে মা বললেন,
“তানিয়া, স্নিগ্ধাকে কুরবানি দিতে তোমার কষ্ট হবে না তো?”
তানিয়া একটু চুপ থেকে বলল,
“হবে মা, কিন্তু আমি জানি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আমাদের ত্যাগ আর ভালোবাসা। তাই আমি খুশি মনে স্নিগ্ধাকে কুরবানি দেব।”
ঈদের দিন সবাই অবাক হলো তানিয়ার সাহস আর উপলব্ধি দেখে।
গল্পের শিক্ষা:
কুরবানি বড় পশু দিয়ে নয়, হয় বড় মনের মাধ্যমে। ত্যাগ আর ইমানই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা।