বাড্ডা উত্তরে ডিবির অভিযানে গ্রেফতার ঝুমা আক্তার:মাদকচক্রের সক্রিয় সদস্য।
নিজস্ব প্রতিবেদক;
ঢাকা, ২৯ মে ২০২৫
রাজধানীর বাড্ডা উত্তর এলাকা থেকে ঝুমা আক্তার (৩৫) নামে এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, ঝুমা আক্তার দীর্ঘদিন ধরে বাড্ডাসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও উপযুক্ত তথ্যের অভাবে আগে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে গোপন সূত্রের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে চালানো হয় এই সফল অভিযান।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঝুমা আক্তার স্বীকার করেন, তিনি একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য এবং রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহে নিয়োজিত ছিলেন। তার দেওয়া তথ্যমতে, এই চক্রের আরও কয়েকজন সদস্যের নাম-পরিচয় চিহ্নিত করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, “মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান রয়েছে। কোনো অপরাধীই ছাড় পাবে না, সে নারী হোক বা পুরুষ।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ঝুমা আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।