ভালবেসেছি তোমায় সেটা আমার অধিকার।
ভালবেসে তোমাকে চাই এ আমার চির অহংকার।।
মনে মনে বাঁধি প্রেম বহু বাঁধনে
বারে বারে ছুটে যায় বিনা কারণে।
তোমাকে দেখার আগে মরু-হৃদে
বুঝিনি তো এতটুকু প্রেম আছে।।
কী যাদু সে চঞ্চল চোখের তারায়
যেন মধু-মিলনে ডাকে ঈশারায়।
অলসভারে বসে ভাবি নিরালায়
অজানা সুরের তালে মন দোলে যায়।
পলে পলে দোলাচলে যাই গভীরে
হাবুডুবু আমি একা প্রেম সাগরে।
থেকে থেকে দেহ মাঝে ঢেউ লাগে
মনমাঝে নব নব প্রেম জাগে।।
অপরূপ সৃষ্টি প্রেম বিধাতার
অমৃত মধুর লাগে হৃদয়ে আমার।
অজানা আসল ভেদ আমি কে বা কার
আনমনে বলি তুমি শুধু যে আমার।
ক্ষণে ক্ষণে প্রেম নিয়ে তুমি বিহনে
চকিতে চমক লাগে জাগা স্বপনে।
তোমাকে পাবার আশে দেশে দেশে
ঘাটে ঘাটে ঘুরে মরি যোগী বেশে।।