Posts

নন ফিকশন

বিয়ের আগের রাত

May 30, 2025

Priya boudi

189
View

নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ? আসা করি হট ও খুশিই হবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার মাসির বিয়েতে আমার কাটানো এক ভয়ংকর ঘটনা।

আমি প্রিয়া,বয়স 20, কলেজে পরি। আমাদের বাড়ি বারাসাত কিন্তু আমার মাসির বিয়ের কারনে আমি দিল্লি এছেচি। ছোট বেলা থেকেই আমার নতুন মানুষের সাথে মিশতে ভালো লাগে মানে আমাকে আপনারা extrovert বলতে পারেন ।

বিয়ে বাড়িতে পৌছেই আমি আমার মাসি কে জড়িয়ে ও বাকিদের পায়ে নমস্কার করে ব্যাগ রেখে স্নান করতে ছুটে গেলাম আর আগেই বলে রাখি আমি আর মাসি ছোটবেলা থেকে এক সাথেই বড়ো হয়েছি আর সে আমার থেকে 4 বছরের বড়ো আর ওর নাম সবিতা। স্নান সেরে খেতে বসে আমার সাথে আলাপ হয় কাজুর । কাজু সবিতার মামার ছোট ছেলে । আপনি ভাবতেই পারেন আমি এত কিছু আপনাদের কেন বলছি, কারণ আছে পরে গিয়ে এই কাজু জাকে আমি ছোট ভাবছিলাম সে গিয়েই বিয়ের দিন রাতে এমন কিছু করবে যা শুনে অপনারাও হতভম্ব হয়ে যাবেন । কাজুর বয়স 13, ক্লাস সিক্স এ পড়ে, দেখতে একদম ভোলা, ওর চোখ মায়াবি,দেখে মনে হয় ভ্গবান সব এসরলতা ওর মধেই ভরে দিয়েছেন। তো খেতে খেতে আমরা গল্পই করছিলাম আমাদের খেতে রাত 9 টা বেজে গিয়েছিল,খাওয়ার পর আমরা সকলে ছাদে আড্ডা দিচ্ছিলাম ,আড্ডায় এতই মত্তো ছিলাম আমরা যে কখন 12 টা বেজে গেল কারো মনেই নেই। এর পর শুরু হল কোথায় কে ঘুমাবে এই নিয়ে শোরগোল, বাড়ি ভরা লোক কিন্তু রুম 3 তাই ঠিক হলো বাড়ির সব পুরুষ মানুষ ছাদে, মহিলা ও  guest 2 টো রুমে আর আমি,সবিতা ও কাজু আমরা একসাথে ঘুমাব ।

ফ্রেশ হয়ে সবাই জামা কাপড় পালটে যে যার মতো শুতে চলে গেল, আমরাও শুয়ে পড়লাম।

রাত তখন 2 টো হটাত দেখি কাজু সবিতার পাশ থেকে সরে এসে আমার আর সবিতার মাঝে শুয়ে পরল । আমি আর কাজু মুখোমুখি দেখে আমি অন্ন দিকে পাশ ফিরে ঘুমলাম তারপর হটাত দেখি কাজু অমার ওপর উঠে আমার এই পশে এসে শুয়ে পড়ল। এখন কাজু,আমি তারপর সবিতা এই ভাবে পরপর ঘুমচ্চি,সাবিতা সারাদিন কাজ করে মরার মতো ঘুমচ্ছ আর আমার ঘুম আসছে না তাই আমি ঘুমের নাটক করছি । আবার দেখি কাজু ওর একটা হাত আমার হাতের উপর রাখল আমি সঙ্গে সঙ্গে হাত সরিয়ে উল্টো দিকে শুয়ে পড়লাম এর পর কি হলো জানতে 2nd পার্ট এর wait koro 

Comments

    Please login to post comment. Login