Posts

কবিতা

প্রেম দণ্ড

May 30, 2025

ringkheng kubi

55
View

সহজে পেয়েছি বলেই তোমাকে সহজে হয়নি বুঝা,

তাইতো আমাকে ভুগতে হচ্ছে কত না কঠিন সাজা।

তোমার প্রেমের অর্ঘ্য যখন সঁপিতে এসেছিলে,

সস্তা হিসেবে নিয়েছি তখন দিয়েছি পায়ে ঠেলে। 

বসিয়ে নিজেকে উচ্চ আসনে তোমাকে করেছি হেলা, 

নীরবে সয়েছো বিষম বেদনা কাঁটারে করেছো মালা।

যতই তোমাকে আঘাত করেছি অন্যায় অপবাদে, 

ততই আমাকে জড়িয়ে নিয়েছো পরম ক্ষমা-হৃদে।

ছিলো না প্রেম পাষাণ হৃদয়ে অন্ধ ছিলাম পাপে, 

পুণ্য তোমার প্রেমের প্রতাপে পড়েছি প্রেমের কূপে। 

অন্তরে আমার অশেষ আক্ষেপ সদাই করে তাড়া, 

প্রথম প্রহরে পূর্ণ প্রেমের দেয় নি কেন সাড়া। 

অল্প দিনের অর্ধ প্রেমে পুরে না প্রাণের তৃষা, 

বিফল স্বপনে বিভোর বাসনা বানাই সুখের বাসা। 

নিয়তি নিভৃতে দিয়েছে দণ্ড নিয়ম মাফিক তার, 

তৃষিত জীবনে সঙ্গী আমার গভীর বেদন-ভার।

Comments

    Please login to post comment. Login