Posts

ভ্রমণ

ভ্রমণ লেখা

May 30, 2025

SHARKS FF

Original Author মোঃ সাফায়েত হোসেন সামির

86
View

আমি আকাশের সৌন্দর্যকে ভালোবাসি, আকাশে তৈরি হওয়া মেঘের বৃষ্টি হয়ে পৃথিবীতে পড়াকে আমি অনুভব করি, প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন এক অন্যরকম অনুভূতি। সমুদ্রে পানির ঢেউয়ের  ঘর্ষণে সৃষ্টি  হওয়া শব্দকে অমি অনুভবে নিয়ে আমি গল্পের সৃষ্টি করি, হাজার মানুষের ভীড় থেকে আলাদা হয়ে আমি একাকি সমুদ্রকে আমার মনের কথা বলি, পাহাড় আমার ভালো লাগার একটা জায়গা, তবে পাহাড়ে চূড়ায় আমার নিজেকে দেখা আমার স্বপ্ন,তাইতো বহুবার ক্লান্ত হওয়ার পরও না থেমে শেষ পর্যন্ত আমার পদচারণা।বছরের মাএ কিছু সময় ঝর্ণায় পানির বিরাজমান, বিশেষ করে বর্ষা ঋতুতে নতুন এক রুপ ধারণ করে ঝর্ণাগুলো,তবে প্রকৃতির সৌন্দর্যের সাথে নানা জায়গায় গাঁথা আছে মরণফাঁদ। তাইতো এই পথচলা হবে সাবধানতায়।১৪৭৫৭০ বর্গকিলোমিটারের ক্ষুদ্র বাংলাদেশ ইতিহাস আর ঐতিহ্যের 🇧🇩.চারিদেকে ছড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান। সংগ্রাম,ত্যাগ-তিতিক্ষা সহ আরও কত কি? ভ্রমণের পূর্বে যখন কোন স্থানের ইতিহাস জেনে যাবে তখন তোমার কাঙ্ক্ষিত ভ্রমণ গন্তব্যে তুমি নিজেকে ভিন্নভাবে রচনা করবে।নিজে জানো,অন্যকে জানাও।ভ্রমণে বেরিয়ে পড়ো আর শান্তি অনুভব করো।

Comments