যৌবনের স্মৃতি রোমন্থন করে, কোন একদিন স্বপ্নের আকাশে যদি উড়ার সাধ জাগে তোমার, হৃদয়ের কোণে নিশ্চয়ই পাবে খোঁজে সেই প্রাচীন প্রেমের গল্প --তোমার আমার।
কোকিলের কোমল আহ্বানে চৈতন্য ফিরে পেয়ে যদি ডাক দাও সুরে,কাছে কিংবা দূরে, ক্ষণিকের কুয়াশার মত আসবো চলে তোমার কাছে বাতাসে ভর করে।
নিবিড় নির্জনে একলা আনমনে আমারে স্মরিয়া যদি বাঁধ নতুন গান,গোপনে পাঠাবো চিরগোপন কথা,ভাঙাবো যত সব মান-অভিমান।