Posts

কবিতা

অদৃশ্য চুক্তি

May 31, 2025

Milu Aman

173
View

কথা ছিল সবাই মিলে
সাম্যের গান গাইব,
দৃষ্টি ছিল সবার অভিন্ন—
বিভাজনের ঠাঁই নাই।

সেই সমতার রেখা 
আজ চলে সমান্তরালে।
পাশাপাশি, তবু কখনো
মিলে না মুখোমুখি।

শিকল ভাঙার কথা ছিল,
ছিল প্রতিশ্রুতি রাখার। 
তবু কেউ খুঁজে পায় না
সেই প্রতিজ্ঞার ঠিকানা।
ছোট অক্ষরে লেখা শুধু—
শর্তযুক্ত স্বাধীনতা।

সুযোগসন্ধানী শকুনেরা 
ওত পেতে আছে সারাক্ষণ।
সুবিধাবাদীরাও পিছিয়ে নেই,
চলছে সবই, আগের মতোই।
বদলায় নাই কিছুই—
নতুন মুখ, পুরনো হুকুম।

আজ যাদের শ্বাসে কাঁপে অলিগলি,
তাদের হাঁকডাকে আর
চেতনা জাগ্রত হয় না।
এক মুহূর্ত দ্বিধা হবে না,
সব সম্পর্ক ছিন্ন করতে।
প্রত্যাখ্যান মেনে নেবো না কিছুতেই—
দেয়ালের লেখা এখনো মুছে যায়নি।

যাদের হারাবার কিছু নেই অবশিষ্ট,
তাদের কিছুতেই আর নেই কোন ভয়।
অস্থির নীরবতায় জমে থাকে কথা,
স্বপ্নগুলো চুপচাপ চোখের পলকে
ভেসে যায় অচেনা ঝড়ের দিকে।

Comments

    Please login to post comment. Login