দুখু মিয়া
মো.রবিউল হোসাইন
পোড়া কপাল জোড়া দিলে চলে
না চাইতে চোখ থেকে জল ঝরে
কল্পনাতে দেখি যাহা
হয়না কেনো আমার তাহা
কষ্ট পেয়ে হাসি যখন
মনের মাঝে দুঃখ তখন
কত দূরে সুখ গো তুমি
একটু কাছে এসো
দুঃখ আমার পাহাড় সমান
একটু ভালো বাসো
সাগর তুমি নিরব কেনো
একটু খানি হাসো
দেখছি যখন আকাশ টাকে
কষ্ট নিয়ে বিদ্যুৎ ডাকে
আকাশ যখন কান্না করে
বৃষ্টির মতো জল ঝরে
আমার কষ্টে আমিই শেষ
দুঃখ গুলো আছে বেশ
প্রকৃতি কেনো দেয় না সারা
দুঃখো আমার জীবন ভরা
জমিন দেখে হাসি আমি
আমার দুঃখ অনেক দামি
দুঃখের হয় না শেষ
দুখু মিয়ার দুঃখো গড়া
সুখ খুজতে জীবন হইলো শেষ