Posts

কবিতা

আমার জীবনের ছোট ঘরের খেলা

May 31, 2025

Rodela islam Hani

Original Author Rodela islam hani

130
View

স্কুল আমার ছোট জীবনের ছোট ঘরের খেলা 

লেখাপড়া আমি যেন নাহি করি হেলা,

বাবা মাকে শ্রদ্ধা করে করবো প্রভুর মন জয় 

পরপারে আমার ভাগ্যে শান্তি যেন হয়, 

জীবনে লেখাপড়া ছাড়া নেহি মুক্তির পথ 

প্রভু কে বলবো বাড়ায় যেন আমার ব্রেনের গ্রোথ,

শিক্ষক-সহপাঠী সবার সাথে করব সদাচরণ 

গরিব দুখি বড়দের সাথে করবনা খারাপ আচরণ,

আমার কাছে পাবেনা কেউ দুঃখ কষ্ট 

নতুন করে গড়ব জীবন, জীবন করব শ্রেষ্ট,

সত্য কথা বলব, নেহি গণ্ডগোল করব 

মিথ্যাকে বাতিল বলে ঘোষণা করব,

মা,বাবা,শিক্ষক,বড়দের সবাইকে মানবো, করবনা হেলা,

এই হবে আমার জীবনের ছোট ঘরের খেলা।

Comments