Posts

পোস্ট

বহুদিন হলো কলম হাতে নেই না

May 31, 2025

Rodela islam Hani

Original Author Rodela islam hani

110
View

বহুদিন হলো কলম হাতে নেই না, সাহিত্যকে ছুঁয়ে দেখি না, আজ তাঁকে ছুঁতে ইচ্ছে হলো, ইচ্ছে হলো লিখতে, আজ তাঁকে ছোঁয়ার প্রবণতা বাড়ার কারণ কি জানো,,?? —আমি ভালো নেই ।

আমি সেই আমাতে শান্তি খোঁজে পাই না, বহু মনে পড়ে সেই মুহূর্ত গুলো যখন আমার ভালো থাকার কারণ আমি নিজে ছিলাম, যখন আমিই ছিলাম আমার বাঁচার প্রেরণা ।

হারানো সেই আমিটাকে ফিরে পেতে চাই, চাই হারানো সেই অট্ট হাসি যেখানে থাকতো আমার বাঁধানো মন,এলোমেলো রাতের তারা, কলাবাগানের সরু পথ, হাসি খুশি মুখসের আড়ালে লুকিয়ে থাকা মুচকি ফিকে হাসির মেয়েটাকে, যাকে আজ বাস্তবতার নিকৃষ্ট জাল বেঁধে ফেলেছে ।

বহু দিন হলো আমি আর হারাতে পারি না সেই জমকালো রাতের নিস্তব্ধ পরিবেশে দুহাত মেলে অশান্ত বাতাসকে আলিঙ্গন করতে শত শত জমকালো তারাকে সাক্ষী রেখে । বহু দিন হলো সেই দিনের আলোর পক্ষীকূলের কিচিরমিচির ধ্বনির মাঝে রুদ্রউজ্জল দুপুরের রুদ্রকে আর ছোয়া হয় না ।

আমি কি সেই রৌদ্রময়ী,,,?? -সেই আমিই কি আমি,,,??

যে আমি ছায়ালতা হয়ে কুঞ্জময়ীতে রূপান্তরিত হয়েছি ।

Comments

    Please login to post comment. Login