যুদ্ধ নয়, চাই আলো,
চাই ভালোবাসার রঙিন পালো।
রক্ত নয়, হোক ফুলের বৃষ্টি,
শান্তির গান গাও হোক চিরদৃষ্টি।
ট্যাংকের গর্জন থামুক আজ,
শিশুরা খেলুক শান্তি-মাঠ সাজাজ।
মাতৃভূমি ভেসে না যাক কান্নায়,
চাই না আর মৃত্যু কোনো মানব প্রাণে ছায়ায়।
আকাশে উড়ুক না বোমার দল,
পাখিরা ফিরুক স্বপ্নের জল।
মানুষ হোক মানুষের পাশে,
ভালোবাসা জাগুক প্রতিটি আশে।
যুদ্ধ ফেলে আসি ইতিহাসে,
চলো গড়ি পৃথিবী শান্তির আভাসে।
দুই হাত তুলে প্রার্থনা করি—
শান্তি আসুক, যাক তমসা গরি।