মন বসেনা মনের কূলায়
মন পড়ে থাকে তোর ঠিকানায়।
আজ এই মন তোমায় বড্ড বেশি ভালবাসতে চাই।।
তুমি ছাড়া কাটতে চায়না সময়
বড় অসহায় হৃদয় যেন মরুময়।
জানিনা কেন যে এমন হলো
তুমি ছাড়া এই পৃথিবীতে দেখিনা কোথাও আলো।
জানিনা কেন যে এমন হলো
তুমি ছাড়া এই পৃথিবীতে লাগেনা কোথাও ভালো। তোমার হাটা পথের ধূলায় আমার দু পা দলতে চাই।
তোমার বলা মুখের কথায় আমার গল্প শুনতে চাই।
বুঝতে পারিনা আমি কিছুতেই ভাবনারা কেন আসে!
ভাবনাতে শুধু তুমি ভাবতে না চাইলেও আসে।
বলি সময় কি হয়নি তোমার স্বরূপে দেখা দেবার?
ভাবনা থেকে বাইরে এসে দাও ধরা দাও বাহুডোরে এসে।।