তুমি ছুঁয়ে গেলে হৃদয়
তোমার চোখে স্বপ্ন দেখি,
ভোরের আলোয় রঙ মেখে,
তোমার হাসি নিঃশব্দে
ভাসে আমার হৃদয় রেখে।
তোমার ছোঁয়ায় থেমে যায়
সময়ের সব কাঁপা কাঁপা,
তুমি এলেই ভিজে ওঠে
আমার ভুবনটা ছায়া ছায়া।
তোমার নামে জেগে থাকে
রাতের নিঃশব্দ কবিতা,
তোমায় ভাবলেই মনখানি
বসে আঁকে প্রেমের চিঠি।
তুমি আছো হৃদয় জুড়ে,
শব্দে, নিঃশ্বাসে, কল্পনায়,
তোমার জন্যই প্রতিটা দিন
ফুটে ওঠে নতুন পরশায়।