জাপানের রাজধানী টোকিওর ওয়াসেদা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হারুকি মুরাকামি লাইব্রেরিটি তার ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ‘দ্য হারুকি মুরাকামি লাইব্রেরি’ নামে পরিচিত এই পাঠাগারটি ২০২১ সালের ১ অক্টোবর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মুরাকামি স্বয়ং উপস্থিত ছিলেন।
এই লাইব্রেরিতে ৩ হাজারের বেশি বই রয়েছে। পাশাপাশি একটি সুন্দর গ্যালারি রয়েছে, যেখানে ৫০টিরও বেশি ভাষায় অনূদিত মুরাকামির রচনাগুলো প্রদর্শিত হয়। এর মধ্যে অনেকগুলোর প্রথম সংস্করণও রয়েছে।
এছাড়া ৭৬ বছর বয়সি এ লেখকের সাহিত্য কর্মের পাশাপাশি তার সংগ্রহে থাকা বই, ভাইনাল রেকর্ডও সংরক্ষণ করা হয়েছে এ লাইব্রেরিতে। এটির ডিজাইন করেছেন বিখ্যাত জাপানি স্থপতি কেনগো কুমা। তিনি ২০২০ সালের টোকিও অলিম্পিক স্টেডিয়ামের ডিজাইনও করেছিলেন।
একটি টানেল আকৃতির পথ দিয়ে দর্শনার্থীরা এই লাইব্রেরিতে ঢুকতে পারেন। মুরাকামির গল্পগুলো দ্বারা অনুপ্রাণিত হয়ে এই টানেল নির্মাণ করা হয়েছে। এই টানেল দিয়েই তার গল্পের প্রধান চরিত্রগুলো প্রায়ই বাস্তব এবং পরাবাস্তবের মধ্যে ভ্রমণ করেন।
উল্লেখ্য, হারুকি মুরাকামি ওয়াসেদা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। এখানেই তিনি থিয়েটার নিয়ে পড়ালেখা করেছিলেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া