বৃষ্টি রাতে চাঁদের খোঁজ
মোঃরবিউল হোসাইন
চাঁদ তুমি দেওনা দেখা
বৃষ্টি রাতে আমি একা
আকাশ থেকে নামছে বৃষ্টি
মূসাল ধারে ওই
মনে তোমায় খুঁজছে
তুমি গেলা কই
নিশিরাতে খুজছি তোমার
তুই গেলা কই
আকাশেতে বিদ্যুৎ চমকে
হালকা বাতাস ওই
নিশিরাতে খুজছি তোমায়
তুমি গেলা কই
বৃষ্টি রাতে পেলে তোমায়
হতাম আমি ধন্য
কেনো তুমি চলে গেলে
বৃষ্টি রাতের জন্য