Posts

গল্প

দাঁড়কাক ও ময়ুর পুচ্ছ।

June 2, 2025

Ram Dhali

64
View

এক দাঁড়কাক এক জায়গায় কতগুলি ময়ুর পুচ্ছ পড়ে থাকতে দেখে ভাবল, যদি আমি ঐই ময়ুরপুচ্ছগুলি নিজের পাখায় বসিয়ে দি তাইলে আমি ও ময়ুরের মত সুশ্রী হব। এই ভাবে দাঁড়কাক ময়ুর পুচ্ছগুলি নিজের পাখায় বসিয়ে দিলো এবং দাঁড়কাকদের কাছে গিয়ে বলল _তোরা অতি নীচ এবং বিশ্রী আর আমি তোদের সঙ্গে থাকব না,এই বলে ময়ুরের দলে মিলতে গেল। 

ময়ুরগণ দাড়কাকটিকে দেখা মাত্র তাকে চিনতে পারলো এবং তাকে ঠোকরাতে লাগল। দাঁড়কাকটি জ্বালায় অস্থির হয়ে পালিয়ে গেল। অতঃপর ,সে পুনরায় দাড়কাকদের দলে মিশতে গেল। তখন দাড়কাকেরা তিরস্কার করে নির্বোধ দাড়কাকটিকে তারিয়ে দিল। 

নীতিঃ যার যা অবস্থা, তাতেই সন্তুষ্ট থাকা উচিত। 

Comments

    Please login to post comment. Login

  • Ram Dhali 6 months ago

    গল্পটি পড়ে ভালো লাগলে বলবেন। পরবতীতে আরো ভালো গল্প আপনাদের জন্য আনবো। তাই সবাই কমেন্ট করে বলে যাবেন গল্প কেমন হইছে। 🙏