Posts

কবিতা

আপনা শহর

June 2, 2025

SHARKS FF

Original Author মোঃ সাফায়েত হোসেন সামির

74
View

 এই শহর
লেখকঃ সাফায়েত হোসেন সামির

এই শহর বড়ই অদ্ভুত।
লাখো মানুষের বসবাসের শহরে, আমি বড্ড একা।
এই শহরে আমার আপজন বলতে, আমার আমি ছাড়া কেউ নেই।
পাখির কোলাহল এবং এলার্মের শব্দে আমার জেগে ওঠা।
দিনের শুরু হয় সংগ্রাম দিয়ে।
আমি হেঁটে চলি শহরের অলি-গলি দিয়ে একা একা।
তবুও থামেনি, কেননা গন্তব্যে যে বহুদূর।
পৌঁছে যাব অতি শীঘ্রই, আমার কাঙ্ক্ষিত গন্তব্যে।

Comments

    Please login to post comment. Login