এই শহর
লেখকঃ সাফায়েত হোসেন সামির
এই শহর বড়ই অদ্ভুত।
লাখো মানুষের বসবাসের শহরে, আমি বড্ড একা।
এই শহরে আমার আপজন বলতে, আমার আমি ছাড়া কেউ নেই।
পাখির কোলাহল এবং এলার্মের শব্দে আমার জেগে ওঠা।
দিনের শুরু হয় সংগ্রাম দিয়ে।
আমি হেঁটে চলি শহরের অলি-গলি দিয়ে একা একা।
তবুও থামেনি, কেননা গন্তব্যে যে বহুদূর।
পৌঁছে যাব অতি শীঘ্রই, আমার কাঙ্ক্ষিত গন্তব্যে।