Posts

কবিতা

কিসে এত দুঃখ তোমার?

June 2, 2025

ringkheng kubi

57
View

কিসে এত দুঃখ তোমার, কেন ব্যাথী বল্?

পেয়েছো কি দুঃখ-ব্যথায় শান্তি-সুখ প্রবল?

এই বিশাল ভবে শুধুশুধু তবে নিজেকে দুঃখী ভেবে কেন ফেলছো চোখের জল?

ঐ আকাশে ডাকছে দেখ জ্বলজ্বল তারার দল। 

চেয়ে দেখো তারাদের পানে আলোর ফুল যেন আঁধারের বনে।

ক্লান্তিহীন ক্ষণে প্রতিক্ষণে সুখের গান শোনায় মধু-কলতানে।

চারিদিকে কী শোভা ঝলমলে মায়াময়ী মাধুর্য রাত। 

অবিরত তারারা নিজে জ্বলে জাগায় প্রেমের প্রভাত। 

সেই ক্ষণে পৃথিবীতে ভোর আসে প্রশান্তি মুখরিত আলোর গানে। 

সেই ভোরের নূরে মৃদু সমীরণে উদ্ভাসিত তৃণে করে টলমল শিশির জল। 

দুঃখ ভুলে তাদের দলে চল্ সাথে যাবি চল্।

Comments

    Please login to post comment. Login